ছায়েদুলের ‘আপত্তিকর বক্তব্যের’ প্রমাণ চেয়েছে আ.লীগ

Slider রাজনীতি

3a0700b269d522b0e8eda4a6227e6f90-lg

ঢাকা; মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক হিন্দুদের নিয়ে ‘আপত্তিকর বক্তব্য’ দিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। এ ধরনের আপত্তিকর বক্তব্যের কোনো প্রমাণ কারও কাছে থাকলে তা আওয়ামী লীগকে দিতে বলা হয়েছে।

আজ শনিবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।

হানিফ বলেন, হিন্দুদের নিয়ে ছায়েদুল হক আপত্তিকর বক্তব্য দিয়েছেন, তা তিনি বিশ্বাস করেন না। তারপরও কারও কাছে ওই কথিত বক্তব্যের বিষয়ে প্রমাণ থাকলে আওয়ামী লীগকে তা দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, মন্ত্রী ছায়েদুল যদি সত্যি সত্যি এ ধরনের কথা বলে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।

এদিকে ছায়েদুল হক গতকাল শুক্রবার  টেলিফোনে আলাপকালে হিন্দুদের নিয়ে কোনো আপত্তিকর মন্তব্য করার অভিযোগ নাকচ করেছেন।

গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছায়েদুল হকের নির্বাচনী এলাকায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা-ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ করা হচ্ছে, ঘটনার পর ছায়েদুল হক হিন্দুদের নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াতের দীর্ঘদিনের গভীর চক্রান্তের ফসল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা। দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন তা সহ্য করতে না পেরে তারা ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, গত আট বছরে সরকার দেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। বিএনপি-জামায়াতের মাথাব্যথার কারণ এই উন্নয়ন। তারা সর্বশেষ পন্থা হিসেবে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে এই হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম ও খালিদ মাহমুদ চৌধুরী; দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *