আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতলেন ড. ইউনূস

Slider অর্থ ও বাণিজ্য গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

45603_yunus
গ্রাম বাংলা ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ড. মুহম্মদ ইউনূস আরও একটি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন। সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ও প্রিন্স আব্দুল আজিজ বিন আব্দুল্লাহর তত্ত্বাবধানে শতবার্ষিকী তহবিলের (সেন্টেনিয়াল ফান্ড, সিএফ) অধীনে ২য় বৈশ্বিক উদ্যোক্তা পুরস্কার (গ্লোবাল ইন্ট্রেপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড-২০১৪ বা জিইএ) জিতেছেন প্রফেসর ইউনূস। পুরস্কার কমিটির মহাসচিব আব্দুল আজিজ আল-মুতাইরি এ বছর জিইএ পুরস্কার জয়ী হিসেবে ড. ইউনূসের নাম ঘোষণা করেন। তিনি বলেন, উদ্যোক্তাদের সংস্কৃতির ওপর আলোকপাত করতে ড. ইউনূসের উল্ল্যেখযোগ্য প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ জিইএ অ্যাওয়ার্ড কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *