গাজীপুর; প্রায় পৌণে দুই কোটি টাকা মূল্যমানের জাল স্ট্যাম্প, কোর্টফিসহ এসব তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করেছে সিআইডি। এর সঙ্গে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। তারা হলো- ফারুক হাওলাদার ও তার স্ত্রী মাসুমা বেগম। তাদের গ্রামের বাড়ি বরিশালের দক্ষিন রুপাতলি গ্রামে। এ বিষয়ে শুক্রবার সকালে গাজীপুর সিআইডি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং করা হয়েছে। ব্রিফিং এ সিআইডির ঢাকার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিআইডির সিনিয়র সহাকারী পুলিশ সুপার আশরাফ হোসেনের নেতৃত্বে পুলিশ পরির্দশক মো. শহীদুল্লাহ, পুলিশ পরির্দশক আরজু মিয়া, পুলিশ পরির্দশক মো. মহিউদ্দীন, পুলিশ পরির্দশক মো. সুলতান মাহমুদসহ একটি বিশেষ টিম রাতে জয়দেবপুরের মাঝুখান এলাকায় আক্কাস উদ্দীনের ভাড়াটিয়া ফারুক হাওলাদারের বাসায় অভিযান চালায়। এসময় ঘর তল্লাশি করে ৫০ টাকা, বিশ টাকা ও দশ টাকাসহ বিভিন্ন টাকার মূল্যমানের ১ কোটি ৬৭ লাখ ১২ হাজার চারশত টাকা দামের জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি উদ্ধার করা হয়। এছাড়াও স্ট্যাম্প কাটার যন্ত্র, ফিনিশিং যন্ত্র, উপকণসহ সরঞ্জামাদি উদ্ধার করে ওই দুজনকে আটক করা হয়। তিনি আরো জানান, আটক করার পর জিজ্ঞাবাদে তারা স্বীকার করেছে জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি, দলিল প্রমাণ জাল স্ট্যাম্পসহ অন্যান্য সামগ্রী সিন্ডিকেটের সহায়তায় এনে এসব তৈরী ও সরবরাহ করে গাজীপুর ও ঢাকাসহ আশপাশের জেলার আদালতে সরবরাহ ও বিক্রি করে আসছে। এ ঘটনায় সিআইডির পুলিশ পরিদর্শক দুলাল চন্দ্র সেন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।