ব্রাক্ষ্মণবাড়িয়ায় মন্দির ভাংচুর করায় ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ

Slider রংপুর

14914647_1163997797025859_2059104580_n

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ ব্রাক্ষ্মণবাড়িয়ায় নসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতা, মন্দির ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় ঠাকুরগাঁও পূজা উদযাপন কমিটি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ  আয়োজনে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুনাংশ দত্ত টিটুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রানীশংকৈল পূজা উদযাপন কমিটির সভাপতি প্রান গোপাল রায়, সাধারণ সম্পাদক শ্যাবন চন্দ্র বসাক, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অতুল প্রসাদ রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি দৌপ্রদী আগরওয়ালা, হিন্দু বৌদ্ধ ঐক্যপরিষদের সভাপতি সহ প্রমুখ।

এসময় সকল বক্তারা অবিলম্বে ব্রাক্ষ্মণবাড়িয়ায় নসিরনগরে মন্দির ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।

উল্লেখ্য যে, প্রতিবাদ সমাবেশে থানা ও উপজেলার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *