ঢাকা; ‘কায়ান্টের’ রেশ শেষ হতে না হতে ধেয়ে আসছে ‘নাদা’। এর জের ধরে বঙ্গোপসাগর হয়ে ওঠেছে উত্তাল। দেশের বিভিন্ন অংশে হচ্ছে বৃষ্টি।
নতুন এই ঘূর্ণিঝড়ের নাম ‘নাদা’। যার বাংলা অর্থ শিশির। এবার এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান। এই মুহূর্তে নাদা অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। আন্দামানের কাছাকাছি। অভিমুখ অন্ধপ্রদেশ ও ওড়িশার দিকে। তবে যেকোনো সময়েই অভিমুখ ঘুরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে এই ঘূর্ণিঝড়।