সুন্দরগঞ্জে কাপাসিয়া ইউনিয়নের ইউপি ভোটে প্রচার মুখর

Slider ফুলজান বিবির বাংলা

boishakhi_1477914688
ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা প্রতিনিধি;  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নং কাপাসিয়া ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর হয়ে ওঠছে গোটা এলাকা।

জানা গেছে, সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলা জনিত কারণে স্থগিত থাকা ১৫নং কাপাসিয়া ইউপি নির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দর পাওয়ার সাথে-সাথেই প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।  নির্বাচনকে সামনে রেখে কোমড় বেঁধে ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নাওয়া-খাওয়া ছেড়ে বিরামহীনভাবে নদী বিধৌত ইউনিয়নটির দূর্গম চরাঞ্চল চষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী জালাল উদ্দিন (ধানের শীষ), আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডর লায়েক আলী খান মিন্টু (নৌকা), জাপা মনোনীত প্রার্থী জামাল উদ্দিন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী মঞ্জু মিয়া (চশমা)।

এছাড়া, সংরক্ষিত নারী আসনে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলে কাপাসিয়া ইউনিয়ন এখন প্রচার-প্রচারণায় মূখর হয়ে উঠেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *