মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, শুধু আমেরিকাই নয়, গোটা বিশ্বের ভাগ্যই এখন ঝুঁকির মুখে। মার্কিন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প নাগরিক অধিকারের জন্য হুমকির কারণ। আর সে কারণেই জাতি-গোষ্ঠী-বর্ণ ভুলে সব ডেমোক্রেটকে বেরিয়ে আসতে হবে, ভোট দিতে হবে হিলারি ক্লিনটনকে। নর্থ ক্যারোলাইনাতে এক নির্বাচনী প্রচারণাতে এসব কথা বলেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ওবামা। এর ধারাবাহিকতায় বুধবার তিনি হাজির হন নর্থ ক্যারোলাইনার একটি প্রচারণায়। তাতে ওবামা বলেন, ‘শেষ কথা হলোÑ কেউ আর ওবামার আরও চার বছর মেয়াদ চান না।’ বরং সেই জায়গায় তিনি এখন দেখতে চান হিলারিকে। ট্রাম্পকে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত নাগরিক অধিকারের জন্য হুমকি অভিহিত করে ওবামা উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘দেশের ভাগ্য এখন আপনাদের কাঁধে। গোটা বিশ্বের ভাগ্যই এখন দোদুল্যমান। আর আপনাদের, নর্থ ক্যারোলাইনার বাসিন্দাদের এটা নিশ্চিত করতে হবে আপনারা দেশকে, বিশ্বকে সঠিক পথে ধাবিত করছেন।’ হিলারির পক্ষে ভোট চেয়ে ওবামা বলেন, ‘আমার নাম ব্যালট পেপারে নেই। কিন্তু আপনাদের আমি বলতে চাই, ব্যালটে নায্যতা রয়েছে, শিষ্টাচার রয়েছে, ন্যয়বিচার রয়েছে। ব্যালটে রয়েছে উন্নয়, রয়েছে আমাদের গণতন্ত্র।’ আর এগুলো রক্ষার জন্য তিনি ভোট দাবি করেছেন হিলারির পক্ষে। বিশেষ করে তরুণদের মধ্যে প্রাইমারি নির্বাচনের সময় থেকেই খুব বেশি সাড়া ফেলতে পারেননি হিলারি। সেই তরুণদের বিশেষভাবে আকৃষ্ট করার চেষ্টা করেছেন ওবামা। বলেছেন, হিলারি প্রেসিডেন্ট হলে তা তরুণদের জন্য সুন্দর ভবিষ্যৎ এনে দিতে সহায়ক হবে। তবে কেবল তরুণই নয়, নির্বাচনে হিলারিকে জেতাতে হলে সব শ্রেণি-পেশার, সব ধর্ম-বর্ণের, সব ধরনের নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর ডেমোক্রেটদেরই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন ওবামা। প্রসঙ্গত, হিলারির পক্ষে নির্বাচনের মাঠে এমন প্রচারণায় ওবামার অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছেন হিলারির প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হিলারির পক্ষে প্রচারণা চালানো বন্ধ করে ওবামার দেশ পরিচালনার দিকেই মনোযোগী হওয়া উচিত।