গাজীপুর; বোমা, ককটেল, দেশীয় অস্ত্র ও জিহাদী বইসহ জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে জয়দেবপুরের বনগ্রাম এলাকার সালবন থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে বুধবার সকালে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের স্পেশাল ট্রাস্ক গ্রুপ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। তারা হলো- বগুড়ার কাউসিল গ্রামের তানভিরুল হক স্বজল, কিশোরগঞ্জের বাজিতপুর থানার সাতুটা গ্রামের হারুন মিয়া, মোহাম্মদ হোসেন, দ্বীন ইসলাম ও আব্দুল হান্নান। তাদের হেফাজত থেকে ৬টি ককটেল, ৫টি পেট্রোল বোমা, ১টি চাপাতি, ২টি ছোড়া ও জিহাদী বই উদ্ধার করা হয়। তিনি আরো জানান, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক হওয়া ইলেট্রনিক প্রকৌশলী তানভিরুল হক স্বজলের নেতৃত্বে তারা সবাই ওই স্থানে বোমা তৈরীর কৌশলসহ জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার লক্ষে গোপন বৈঠক করছিল।