রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলা ১ম পত্রের পরীক্ষা মঙ্গলবার বেলা ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল আওয়াল উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও ভ্যেনু ঘুরে দেখেন। এসময় হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রটি পরির্দশন করার সময় সংবাদ কর্মীদের বলেন, সব গুলো কেন্দ্র নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা দিচ্ছে।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শ্রীপুরে জেএসসি শিক্ষার্থী মোট ৭১২৬ জন, ছাত্র ৩৫১০,ছাত্রী ৩৬১৬। জেডিসি শিক্ষার্থী মোট ১১৮৭ জন, ছাত্র ৫৩৭, ছাত্রী ৬৫০।