পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে আনতে দেয়া হবে না

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ রাজনীতি সারাদেশ

77584_Pias-Karim

গ্রাম বাংলা ডেস্ক: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনতে দেবে না ছাত্র সংগ্রাম পরিষদ।

ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, জাসদ ছাত্রলীগসহ সাতটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত এ পরিষদ সোমবার বিকেলে এ সিদ্ধান্ত নিয়েছে।

ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু এ বিষয়ে নিশ্চিত করে বলেন, আমরা ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক’র কাছে দাবি জানিয়েছি পিয়াস করিমের মরদেহ যেনো কেন্দ্রীয় শহীদ মিনারে আনতে অনুমতি না দেওয়া হয়। তিনি আমাদের দাবি শুনে আশ্বস্ত করেছেন, মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনতে অনুমতি দেওয়া হবে না।

বাপ্পাদিত্য বসু বলেন, অনুমতি উপেক্ষা করে যদি পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে আনা হয় তাহলে আমরা যেকোনো মূল্যে প্রতিরোধ করবো, বাঁধা দেবো। শহীদ মিনারের মতো জায়গায় পিয়াস করিমের মতো লোকদের স্থান নেই।

গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে মারা যান পিয়াস করিম।

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ড. পিয়াস করিমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন সাংবাদিক মাহফুজুল্লাহ।

টকশোতে অংশ নিয়ে ডানঘেঁষা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিতি পান পিয়াস করিম। শাহবাগে গণজাগরণ মঞ্চের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলায় ব্যাপক বিতর্কের মুখে পড়েন অধ্যাপক পিয়াস করিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে-বিপক্ষে অনেকেই মন্তব্য করেন। যুদ্ধাপরাধের বিচারের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত এ অধ্যাপক।

সূত্র- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *