ঢাকা; সংগঠন থেকে সদ্য বহিষ্কৃত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। রাজধানীর গুলিস্তানের ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় ওই দুজন ফাঁকা গুলি ছোড়েন। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার তাঁদের সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান শাহবাগ থানায় মামলা হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
উচ্ছেদ নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় গতকাল রাতে এক হকার বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়।
গত ২৭ অক্টোবর গুলিস্তান এলাকায় সড়ক ও ফুটপাত থেকে পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই উচ্ছেদের সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ হয়। একপর্যায়ে ওই যুবকদের মধ্যে সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়।