ঢাকা; সারা দেশে আজ মঙ্গলবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে।
এবারে পরীক্ষায় ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন জেএসসি এবং ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন জেডিসি পরীক্ষার্থী। বিদেশের ৮টি কেন্দ্র থেকে ৬৮১ জনের পরীক্ষা দেওয়ার কথা।
পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর।
পরীক্ষা পরিদর্শন করতে আজ রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল কেন্দ্রে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের যাওয়ার কথা রয়েছে।