হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শঙ্করসেনা গ্রামে পাহাড় থেকে ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে শ্রমিকেরা সেখানে মাটি কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন খানের ভাষ্য, ভোরবেলা শ্রমিকেরা ওই পাহাড়ে মাটি কাটতে যান। এ সময় ধসে পড়া মাটির নিচে চাপা পড়েন। পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। অন্য দুজন ঘটনাস্থলেই মারা যান।