শারমিন সরকার
ব্যুারো চীফ
শ্রীপুর অফিস: শ্রীপুর থেকে ঢাকায় পাচারের সময় ঢাকা-মযমনসিংহ মহাসড়কের হোতপাড়া এলাকায় ১৭হাজার পঁচা ডিমবাহী একটি পিক-আপ জব্দ করেছে জয়দেবপুর থানা পুলিশ। এসময় আটক হয়েছেন ৩জন।
সোমবার সন্ধ্যা পৌনে সাত টায় ওই ঘটনা ঘটে।
এসময় পিক-আপের চালক তাজুল ইসলাম (৩২), কুতুব উদ্দিন (৩৫), হেবজু মিয়া (২০) কে আটক ও পিক আপে থাকা ১৭হাজার ডিম জব্দ করা হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা এলাকার নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী থেকে পঁচা ডিম গুলো ঢাকার তেঁজগায়ে পাঠানো হচ্ছিল।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) হারুনুর রশিদ জানান, শ্রীপুরের নারিশ পোল্ট্রি এন্ড হেচারী থেকে পচাঁ ডিম ঢাকায় পাচার হচ্ছে এমন খবর পেয়ে ডিমবাহী পিক-আপটি সোমবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে হোতাপাড়া এলাকায় আটক করা হয়। পরে ভালো ও পঁচা মিলে সাড়ে ১৭হাজার পিছ ডিমসহ পিক-আপটি জব্দ করা হয় এবং আলামত হিসেবে ডিমগুলোও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ডিমগুলো ঢাকার তেজগাঁওয়ে আবুল কাশেমের আড়তে নেয়া হচ্ছিল বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
নারিশ পোল্ট্রি এন্ড হেচারীর ডেলিভারি অফিসার জনি মাঝি ও স্টোর অফিসার রিপন কুমার বিশ্বাস জানান, তাদের ওই খামার থেকে সোমবার বিকেলে ঢাকার তেজগাঁওয়ের ফয়সাল ট্রেডার্সের নামে ওই ডিমগুলো সরবরাহ করা হয়েছে। ডিমগুলো পঁচা নয়, তবে ভালো ডিমের সাথে কিছু রিজেক্ট ডিম ছিল।