রবিউল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে দুটি ইউনিয়ন ও একটি ওয়ার্ডের নির্বাচনে ব্যাপক কারচুপি ও জালভোট দেয়ার ঘটনা ঘটেছে। স্থগিত হওয়া বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়ন, বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়ন ও পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের স্থগিত থাকা একটি কেন্দ্রের পুনঃ নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়। ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দিতে এলে দেখা যায় তার ভোট আগেই দিয়ে দেয়া হয়েছে। বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়ন ধানের শীষ প্রতীকের প্রার্থী নুর ইসলাম জানান, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজন জাল ভোট দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কর্তব্যরত প্রিজাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তাদের অভিযোগ করলেও কোন ফল পাওয়া যায়নি।
এদিকে পাবর্তীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদের স্থগিত থাকা একটি কেন্দ্রের পুনঃনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ১৬ জন আটক হয়েছেন। ৩১ অক্টোবর সোমবার বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের একমাত্র কেন্দ্র কইপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়ার সময় তাদের আটক করেন ভ্রাম্যমাণ আদালত। ওই কেন্দ্রের নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন। গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার চেষ্টা করায় নির্বাচন স্থগিত করা হয়। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭৮৫ জন।