শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর প্রকৃতিতে বইছে শীতল হাওয়া, ভোরের আকাশে ঘনকুয়াশা। দিনের গরমের সাথে সাথে রাতে পড়ছে কুয়াশার। হেমন্তের দিনগুলো শেষ হতে না হতেই শীতের বুড়ি এসে যেন জবরদখল করে নিচ্ছে নীলফামারী শহরের আশপাশের প্রকৃতি। দিনের বেলা সূর্যের আলোর দেখা মিললেও তাপমাত্রা এখন অনেক কম। এতদিন যারা হালকা বা পাতলা কাপড় গায়ে জড়িয়ে বের হতেন তারা এখন শীতের ভারী কাপড় পরতে শুরু করেছেন।
সকালে ঘাসের ডগায় আর বৃক্ষরাজির পাতায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সকালে নীলফামারীর এক স্থানীয় বাসিন্দা জানান, প্রতিদিন সকালে হাটতে বের হই । আর বেশ কয়েকদিন থেকে ভোর বেলা ঘন কুয়াশা আর শীতল আবেশ ও ঠান্ডা লাগছে। অনুভুত হচ্ছে শীত। এদিকে শীতকে সামনে রেখে যারা পুরনো শীত বস্ত্র তুলে রেখেছেন সেগুলো বের করছেন ঘরের বধুরা। কেউ কেউ আবার নতুন করে লেপ-তোষক তৈরি করেছেন। লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততাই বুঝিয়ে দিচ্ছে শীতকাল বেশী দূরে নয়। এ ব্যাপারে তুলা ব্যাবসায়ী আব্দুর রহিম জানান, তাদের কাছে নতুন নতুন লেপের অর্ডার আসতে শুরু করেছে, অর্ডার আরো বাড়বে বলে আশা করছেন তারা। অপরদিকে শীতের আগমনে বিত্তবানরা ছুটছেন শহরের বিপণী বিতান ও কাপড়ের মার্কেটগুলোতে। সামাজিক ও শারীরিক সমস্যা কাটিয়ে শীতকে উপভোগ করতে পারবেন, এই সকলের প্রত্যাশা।