সিলেটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভূয়া ডাক্তারের ২০ হাজার টাকা জরিমানা

Slider সিলেট

img_20161031_114242

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট জেলা প্রতিনিধি :: ডাক্তার সেজে চিকিৎসা দিতে গিয়ে ভ্রাম্যমান আদলতের কাছে ২০ হাজার টাকা দন্ড দিতে হল এক ভুয়া হাকিমকে। এর পর থেকে ভুয়া ডাক্তাররা গা ঢাকা দেয়ায় রোগীর ভীড় বাড়তে শুরু করেছে প্রকৃত ডাক্তারদে চেম্বারে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১টায় সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) মৌরীন করিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দেলোয়ার হোসেন দিপু নামক এক ভুয়া হাকিমকে এ্যালোপ্যথিক চিকিৎসার দায়ে ২০ টাকা জরিমানা করেন। এ ব্যাপারে দেলোয়ার হোসেন দিপুর সাথে যোগাযোগ করা হলে তিনি নিজেকে বৈধ ডাক্তার হিসাবে চ্যালেঞ্জ করলেও তার সব কিছু ঘাটিয়ে কোন সত্যতা পাওয়া যায়নি।
তথ্যানুযায়ী জানা যায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলা গ্রামের আমীন উল্লাহ’র পুত্র দেলোয়ার হোসেন দিপু ১৯৯৫ সালে হরি নারায়নপুর উচ্চ বিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে এসএসসি পাস করে র্যাংক ফার্মার এমআর পদে চাকরী নেন, পরবর্তীতে র্যাংক ফার্মা ছেড়ে এড্রোক ইউনানীর এমআর হিসাবে যোগদান কালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ পরিবার কল্যাণ কেন্দ্রে ডাক্তার হামিদুজ্জামানের সাথে দেখা হয় এবং তার কম্পাউন্ডার হিসাবে কাজ করে সিলেট সরকারী তিব্বিয়া কলেজে ভর্তি হন। সেখানে ইউনানী বিষয়ে লিখা পড়ার পর ইন্টানী সনদের জন্য হাকিম নুরুল হক, আবাসিক মেডিকেল অফিসার জহিরুল হক এবং তিব্বিয়া কলেজের অধ্যক্ষ ডাঃ মুহিবুর রহমান খানের সাথে দফারফার চুক্তি হলেও শেষ পর্যন্ত রিক্ত হস্তে ফিরে ডাক্তারী পেশা চালু করেন। সুত্র জানায় হাকিম নামধারী দেলোরের বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের কোন সনদ ছাড়াই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রুগি দেখে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *