বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার বেতাগীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মৎসবিভাগ গতকাল রবিবার ও আজ সোমবার (৩০ -৩১ অক্টোবর) সকাল ৫ টা পর্যন্ত ৫৫ কেজি ইলিশ মাছ আটক করে।
এছাড়া এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৪৮ হাজার ৯‘শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিল। এ খবর পেয়ে মৎস বিভাগ উপজেলা নির্বাহী অফিসার এম.এম মাহমুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় মৎস সম্প্রসারন কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম বদরুজ্জামান উপস্থিত ছিলেন। জব্দকৃত জালগুলো জন সম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এবং আটককৃত ইলিশ মাছ গুলো বিভিন্ন মাদরাসার এতীমদের মাঝে বিতরণ করা হয়।