গাজীপুরে সাংবাদিকের ছেলেকে অপহরণের অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা

Slider গ্রাম বাংলা

gp2

 

গাজীপুর;  সাংবাদিকের ছেলেকে অপহরণ করে হত্যার চেষ্টার অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আজ রবিবার বাদির অভিযোগ আমলে নিয়ে জয়দেবপুর থানায় নির্দিষ্ট ৬ জনসহ অজ্ঞাত আরো ৩ থেকে ৪ জনকে আসামি করে অভিযোগপত্র দায়ের হয়।

গাজীপুর নাগরিক কমিটির সভাপতি ও সাংবাদিক জুলীয়াস চৌধুরীর ছেলে শহরের শিববারিস্থ আইডিয়াল কলেজে বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং অনলাইন ফ্রিল্যান্সার শামসুল হক চৌধুরী মিথুনকে চিহ্নিত সন্ত্রাসীরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতর থেকে শুক্রবার রাতে অপহরণ করে হত্যার চেষ্টা চালানোর সময় জয়দেবপুর থানা পুলিশের হাতে অস্ত্রসহ আটককৃত আসামি ১. আকাশ মাহমুদ শিবলী(২১), পিতা: ড. আবুবকর সিদ্দিক সরকার, বিআরআরআই স্টাফ কোয়ার্টার ২. মোঃ রাকিব হাসান (২১), পিতাঃ আবুল হাশেম, পশ্চিম জয়দেবপুর ৩. মোঃ জাহাঙ্গীর আলম(৩৬), পিতাঃ মোঃ নাজিম উদ্দিন, ছোট দেওড়া পশ্চিম পাড়া থানা: জয়দেবপুর, গাজীপুর সহ সহযোগি আসামি লক্ষীপুরার সাঈদ (২২), সাধুপাড়ার বিল্লাল ড্রাইভারের ছেলে শফিকুল, লক্ষীপুরার নাঈম (১৮) সহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলা নম্বর ১৩৭, তারিখঃ ৩০/১০/২০১৬ খ্রি:। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কর্মরত মিথুনের মা শামিম আরা সিরাজী বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *