ঢাকা; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন যখন প্রয়োজন মনে করা হবে, তখন বিএনপির সঙ্গে সংলাপের আয়োজন হবে।
আজ রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের প্রয়োজনে বিএনপির সঙ্গে সংলাপ হবে তবে সেটা এখনই নয়। এর আগে সরকারের পক্ষ থেকে নেওয়া সংলাপের উদ্যোগের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তখন বিএনপির অনীহার কারণে সংলাপ হয়নি। গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করেছিলেন। কিন্তু তিনি ওই আহ্বানে সাড়া না দিয়ে বরং দুর্ব্যবহার করেছেন। আরেকবার আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী সমবেদনা জানাতে গিয়ে ফিরে এসেছেন। বিএনপির এই আচরণগুলো সংলাপের জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। আমি তাদের তাচ্ছিল্য করছি না। কিন্তু বিএনপি আন্দোলনেও ব্যর্থ হচ্ছে, নির্বাচনেও ব্যর্থ হচ্ছে। মূলত তাদের ভয় গ্রাস করেছে। বিএসআরএফ সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে সচিবালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।