ঢাকা; কয়েকটি পদ বাকি রেখে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন করে কেন্দ্রীয় কমিটির ২৮ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
সম্পাদকমন্ডলীতে উপ প্রচার সম্পাদক হিসেবে এসেছেন আমিনুল ইসলাম। তিনি বিদায়ী কমিটির সদস্য ছিলেন। কমিটির সদস্য হয়েছেন, আবুল হাসনাত আব্দুল্লাহ, মো. মমতাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, নুরুল মজিদ হুমায়ুন, খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি, বেগম মুন্নুজান সুফিয়ান, নুরুল ইসলাম ঠান্ডু, র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, দিপঙ্কর তালুকদার, বদরুদ্দিন আহমেদ কামরান, আখতারুজ্জামান, এসএম কামাল হোসেন, মির্জা আজম, এডভোকেট নজিবুল্লাহ হিরু, আমিরুল ইসলাম মিলন, অধ্যাপক রফিকুল ইসলাম (মৌলভীবাজার), গোলাম কবির রব্বানী চিনু, এডভোকেট রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহান, ড. শাম্মী আহমেদ, মারুফা আখতার পপি, ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, উপাধ্যক্ষ রেমন্ড আরেং। এছাড়া উপদেষ্টা পরিষদের ৩৮ জনের নাম প্রকাশ করা হয়েছে। দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে কমিটির তালিকা পাঠানো হয়েছে।