সিলেটে জনপ্রতিনিধিদের আন্দোলন কর্মসূচি স্থগিত

Slider গ্রাম বাংলা

17836

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট জেলা প্রতিনিধি :: বিদ্যুৎ লাইন মেরামত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পূর্ব নির্ধারিত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে গোলাপগঞ্জ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। বৈঠকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার ৩৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাইন মেরামতের আশ্বাস দেন পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সৈয়দ মকবুল হোসেন। এ আশ্বাসের প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়ন চেয়ারম্যান কবির আহমদ মুশন, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান জিলাল উদ্দিন, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুমিত হীরা, গোলাপগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সৈয়দ মকবুল হোসেন, সাবেক সভাপতি দক্ষিণ সুরমা অঞ্চলের পরিচালক সাইফুদ্দিন আল ফারুক মিটু, জকিগঞ্জ অঞ্চলের পরিচালক আক্তার হোসেন রাজু, গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বিদ্যুৎ বিভ্রাট ও লাইন মেরামতসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা। সম্মেলন থেকে তারা আগামী ২৮ অক্টোবরের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি না হলে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধসহ নানা কর্মসূচির ঘোষণা দেন।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *