ঢাকা; ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২২০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তবুও ইংল্যান্ডকে চাপে রেখে প্রথম দিন শেষ করেছে। ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ব্যাটে নেমে। ৩ উইকেটে ৫০ রান তোলে। এরপপরই বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ হয়ে যায়। দিনের খেলা তখনো বাকি ছিল ১১.৩ ওভার। কিন্তু বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। ৭ উইকেট হাতে নিয়ে ইংল্যান্ড এখনো ১৭০ রানে পিছিয়ে। আগামীকাল দ্বিতীয়দিনের শুরুতেই ইংল্যান্ডকে আরো চাপে ফেলতে মরিয়া বাংলাদেশ। ইংল্যান্ডের ইনিংসের শুরুতে ২৪ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেন বাংলাদেশের দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। দলীয় ১০ রানের মাথায় বেন ডাকেটকে ৭ রানে ফেরান সাকিব। এরপর ২৪ রানের মাথায় অধিনায়ক অ্যালিস্টার কুককে (১৪) এলবিডাব্লিউ করে ফেরান মেহেদি হাসান মিরাজ। অবশ্য এটা প্রথমে আউট দেননি আম্পায়ার কুমার ধর্মসেনা। কিন্তু অধিনায়ক মুশফিকুর রহিম রিভিউ নেয়ার পর তার সিদ্ধান্ত পাল্টাতে হয়। দলীয় ৪২ রানের মাথায় মিরাজ দ্বিতীয় আঘাত হানেন গ্যারি ব্যালান্সকে ফিরিয়ে (৯)। জো রুট ১৫ ও মঈন আলী ২ রানে অপরাজিত আগামীকাল ব্যাটে নামবেন।