ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাহিদ হাসান (৩৬) নামে এক সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারপিট করেছে জুয়াড়ীরা। সাঘাটা বাজারের চৌরাস্তা মোড়ে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
জাহিদ হাসান গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় অনলাইন পোর্টাল ‘ক্রাউন নিউজের’ স্টাফ রিপোর্টার।
তিনি জানান, সাঘাটা বাজারের মৃত একরামুল হকের দো’তলায় দীর্ঘদিন ধরে জুয়া খেলার চলছিল।এ প্রসঙ্গে তিনি বুধবার রাত ১০ টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে মতামত জানতে চান।
বিষয়টি জানতে পেয়ে জুয়াড়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা রাত সাড়ে ১০ টার দিকে তাকে বাড়ী থেকে কৌশলে সাঘাটা চৌরাস্তা মোড়ে ডেকে নিয়ে এ্যালোপাথারী মারপিট করে আহত করে।
উপজেলার সাঘাটা গ্রামের বাসিন্দা আব্দুল কাদের জানান, এ খবর পেয়ে জাহিদের পরিবারের লোকজন ঘটনা স্থলে ছুটে আসেন। তারা আহত জাহিদকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় জুয়াড়ীরা বাঁধা দেন। সেখানে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
সংঘর্ষে ১ নারীসহ উভয় পক্ষের আহত ৫ জনের মধ্যে আবু তাহের (৪৮), আব্দুল কাদের (৫০), আছিয়া খাতুন (৩৫) ও জাকির হোসেন (৪০) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাত ১ টা পর্যন্ত নিরাপত্তাহীনতার কারনে আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো যাচ্ছেনা বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ক্রাউন নিউজের সম্পাদক আবু তাহের জানান, নিরাপত্তাহীনতার কারনে ওই সাংবাদিক হাসপাতালে চিকিৎসা নিতে পাচ্ছেনা। তিনি এ নিয়ে কথা বলার জন্য একাধিকবার ফোন দিলেও সাঘাটা থানা ওসি িিরসভ করেননি।
এ প্রসঙ্গে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমানের সঙ্গে কথা বলা হলে তিনি কিছুই জানেননা বলে জানান। নিরাপত্তাহীনতার কারনে হাসপাতালে চিকিৎসা নিতে পাচ্ছেনা প্রসঙ্গে বলেন বিষয়টি আগামীকাল খতিয়ে দেখা হবে।