তুমি আসবে যেদিন বঁধু
———আবদুস শাহেদ শাহীন
সে কোন্ কালে কোন্ প্রভাতে এসেছিলে রাণী
সেদিন শিউলি ফুলে ছেয়ে ছিলো আমার উঠোনখানি।
এরপর কতো দিন হারালো কতো ফুলই ঝরে গেলো
কতো মালা গেঁথে রেখে বসেছিনু আশায়
পিয়াসি মন রাঙেনি হায় তোমার ভালোবাসায়।
কতো যে ফুল ঝরে আজও আমার শিউলি তলায়
অভিমানে শুকায় সে ফুল তোমার আসার আশায়।
আমার বাগান আজও সাজে রঙ বাহারি ফুলে
আমি তোমার আশায় মালা গাঁথি সে ফুল তুলে তুলে।
বঁধু, আবার হেথায় আসবে যদি দেখবে এসে মোর সমাধি,
সেদিন তুমি দিও গো ফুল অশ্রু ভেজা চোখে
সেদিন, হৃদয় তোমার উঠবে ভরে অজানা এক শোকে।