শ্রীপুরে সেচ্ছাসেবকলীগ নেতার হাতে শ্লীলতাহানীর শিকার গৃহবধূ

Slider নারী ও শিশু

gg

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:   শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে সেচ্ছাসেবকলীগ নেতার হাতে শ্লীলতাহানীর শিকার হয়েছে এক গৃহবধূ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গৃহবধূর ঘরে এ ঘটনা ঘটে। গৃহবধূ নরসিংদী জেলার সদর উপজেলার নয়নপুড়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী রেনু আক্তার (২০) সেচ্ছাসেবকলীগ নেতার বাড়িতে ভাড়া থাকেন, তার স্বামী সুমন স্থানীয় সিরাজ সাইকেল লি: এর কর্মচারী।

অভিযুক্ত সেচ্ছাসেবকলীগ নেতা মনিরুল ইসলাম হুমায়ুন (৩০) গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের ব্যানারে রাজনীতি করেন। তিনি  জাতীয় চারনেতা পরিষদের তেলিহাটি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন বলে জানা যায়।

স্থানীয় লোকজন জানায়, হুমায়ুন একাধিক বিয়ে করেছে। এমন থাবার শিকার আগে অনেক মেয়েরা হয়েছে। কিন্তু রাজনৈতিক ব্যানারে থেকে সে নিজেকে বাঁচিয়ে নেয়। এলাকায় ছিনতাই রাহাজানিতেও নাকি তার হাত রয়েছে। কিন্তু প্রভাশালী বলে ধরাছুঁয়ার বাইরে থাকে।
গৃহবধূ রেনু আক্তার জানান, হুমায়ুনের বাড়িতে ভাড়া আসার পর থেকেই আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। আমার স্বামী বাড়িতে না থাকলে প্রায় সময় উক্ত্যক্ত করতো সে। আজ সকালেও আমাকে একা পেয়ে আমার রুমে ডুকে বীবস্ত্র করে শ্লীলতাহানী করে।
এসব অভিযোগ অস্বিকার করে অভিযুক্ত সেচ্ছাসেকবকলীগ নেতা মনিরুল ইসলাম হুমায়ুন বলেন, আমার বিরুদ্ধে প্রতিপক্ষ গ্রুপ এমন গুজব ছরাচ্ছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *