ঢাকা; ফ্রান্স এ্যাসোসিয়েশন অফ চাইল্ডএডুকেশন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন খিয়াং নয়ন, ২০১৬ সালের অক্টোবর মাসের ৫ তারিখে বাংলাদেশে মানিকগঞ্জ জেলার হরিরামপুরে দিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার উদ্দেশ্য ছিল ৮০ জনের অধিক শিক্ষার্থীর হাতে স্কুল বই বিতরণ করা।
ফ্রান্স এ্যাসোসিয়েশন অফ চাইল্ডএডুকেশন বাংলাদেশ ডিকশনারী, সাইন্টিফিক ক্যালকুলেটর, স্কেল, কম্পাস,কলম , লাঞ্চ বক্স ইত্যাদি ৪০ জন
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৪০ জন হাই স্কুলের শিক্ষার্থীর মাঝে বিতরণ করে। এই সময় উপস্থিত ছিলেন ফ্রান্স এ্যাসোসিয়েশন অফ
চাইল্ডএডুকেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা , ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
ফ্রান্স এ্যাসোসিয়েশন অফ চাইল্ডএডুকেশন বাংলাদেশ স্কুল সামগ্রী ও অন্যান্য জিনিস ক্রয় করার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে সক্রিয় ছিলেন। এটা একটা সাফল্য ছিল এবং যেসব শিক্ষার্থী জীবনে সফল হতে চায় তাদের সাহায্য করবে।