এম এ কাহার বকুল, লালমনিরহাট প্রতিনিধিঃ, ‘শতভাগ স্কাউটিং করি, মাদক, জুয়া ও বাল্যবিয়ে মুক্ত লালমনিরহাট গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তিন দিন ব্যাপি জেলা স্কাউট সমাবেশের উদ্বোধন হয়েছে।
আজ বুধবার (২৬ অক্টোবর) বিকাল ৫ ঘটিকায় লালমনিরহাট জেলার কাকিনা উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহীনুর আলমের সভাপতিত্বে তিন দিন ব্যাপি সমাবেশের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক জনাব আবুল ফয়েস মোঃ আলাউদ্দিন খান।
স্কাউট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘জঙ্গী,মাদক, বাল্যবিয়ে বন্ধে দেশের উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে হলে স্কাউটিং শিখতে হবে সকলকে। দেশের জন্য কাজ করা মহৎ একটি আদর্শ পন্থা। দেশকে এগিয়ে নিতে হলে স্কাউটের বিকল্প নেই। যারা আজ স্কাউটে অংশ গ্রহন করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।’
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ দোলোয়ার হোসেন, উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জনাব এ এস এম মনওয়ারুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ এনামুল হক, জেলা স্কাউটের সম্পাদক জনাব মোঃ মোজ্জামেল হক, জেলা শিক্ষক সমতির সভাপতি জনাব মোঃ খুরশীদুজ্জামান আহমেদ, উপজেলা স্কাইটের সাধারন সম্পাদক জনাব মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম শফিকুল ইসলামসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা স্কাউট সমাবেশে জেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার স্কাউট দল অংশগ্রহণে মহান মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণামূলক শারীরিক কসরত প্রদর্শন করে প্রথম দিনের কার্য সমাপ্ত করেন ।