ঢাকা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার এই ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। আজ সন্ধ্যা ৬টায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমদ, ‘ক’ ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক ও ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ। গত শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েব সাইট থেকে জানা যাবে। এছাড়া, মোবাইল ফোনে DU KA লিখে roll no টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএসে এ ভর্তিচ্ছুরা ফলাফল জানতে পারবে। এই ইউনিটে ভর্তিচ্ছু মোট ৯০ হাজার ৪২৭ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৮৩ হাজার ৫৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১১ হাজার ৩৩০ জন উত্তীর্ণ হয়েছে। অনুপস্থিত ছিল ৬ হাজার ৮৪২জন শিক্ষার্থী। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৭৪৫টি। পাশকৃত ছাত্র-ছাত্রীদেরকে আগামী ৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর এর মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের ৩ নভেম্বর এর মধ্যে কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে বলা হয়েছে। ফল পুন:নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ১ নভেম্বরের মধ্যে মধ্যে ডিন অফিসে আবেদন করা যাবে। আগামী ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।