ঢাকা; পাকিস্তানের কোয়েটায় পুলিশ একাডেমিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৫১ ক্যাডেট। আহত হয়েছেন কমপক্ষে ৯৭ জন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ওই পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ দেয়া হয়। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন। এতে বলা হয়েছে, সোমবার রাতে তিন সন্ত্রাসী ওই প্রশিক্ষণ কলেজে হামলা চালায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কোরের সদস্যরা সেখানে অভিযান চালায়। প্রাথমিক সংবাদ সম্মেলনে ইন্সপেক্টর জেনারেল ফ্রন্টিয়ার কোর (এফসি) মেজর জেনারেল শের আফগান কথা বলেন। তিনি অভিযান সম্পর্কে সাংবাদিকদের ধারণা দেন। বলেন, ঠিক এই মুহূর্তে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ২০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৫ জন। তিনি আরও বলেন, হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রয়েছে আফগানিস্তানের দোসরদের। হামলাকারী তিন সন্ত্রাসীই নিহত হয়েছে। তারা আত্মঘাতী ‘ভেস্ট’ পরা ছিল। এর মাধ্যমে দু’সন্ত্রাসী নিজেদের উড়িয়ে দিয়েছে। ফলে হতাহতের সংখ্যা বেড়েছে। তবে তাদের তৃতীয়জনকে আমাদের সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সারফারাজ আহমেদ বুগতি বলেছেন, সেখানে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ সফলভাবে সম্পন্ন হয়েছে। হামলাকারীরা নিরাপত্তা রক্ষাকারীদের সঙ্গে কয়েক ঘন্টা গুলির লড়াই চালিয়েছে। এ সময় অনেককে জিম্মি কওে তারা। নিরাপত্তা রক্ষাকারীরা বলেছেন, অপারেশন সম্পন্ন হয়েছে।
(বিস্তারিত আসছে)
(বিস্তারিত আসছে)