ঢাকা; যুক্তরাজ্যে যাচ্ছেন আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক ও জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আগামী ২৮শে অক্টোবর শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন।
পারিবারিক কাজে ১৫ দিন সেখানে অবস্থান করবেন। সৈয়দ আশরাফের সহকারী একান্ত সচিব এম সাজ্জাদ হোসেন জানিয়েছেন, স্যারের পরিবার লন্ডন থাকে। তার স্ত্রী অসুস্থ। এ জন্য পারিবারিক কাজে তিনি লন্ডন যাচ্ছেন। ছুটি অনুমোদনের সরকারি আদেশের জন্য প্রধানমন্ত্রীর বরাবর আবেদন জমা দিয়েছেন। সেটা পেলেই তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।
