সিলেট জেলা প্রতিনিধি :: বৃদ্ধা ছমিরুন (ছদ্দনাম) ভিক্ষা বৃত্তি করেই জীবন চলে তার। খেয়া করে নদী পার হতে লাগে দুই টাকা। সেই টাকা বাঁচাতেই শনিবার বিকেল পাঁচটায় কুশিয়ারা নদীর উত্তর পাড়ে বাড়িতে যেতে উঠে পড়লেন কুশিয়ারা রেলওয়ে সেতুতে। ঠিক তখনই সেতুর ওপর প্রাপ্ত থেকে ভেসে আসল মালবাহী ট্রেনের হুইসেলের শব্দ।
বৃদ্ধার ট্রেনে কাটা পড়ে মূত্যু যখন প্রায় নিশ্চিত। সেতুর নিচ থেকে মানুষের চিৎকার। ঠিক সেই মুহুর্তে দুই যুবক উঠলেন রেল সেতুতে। দৌড় দিয়ে গেলেন বৃদ্ধার কাছে। ট্রেনও উঠে গেলে সেতুর ওপরে। কোন দিকে না থাকিয়ে তারা বৃদ্ধাকে কোলে নিয়ে দৌড় দিলেন সেতুর অন্য প্রান্তের উদ্দেশ্যে। পেছনে তাড়া করে আসছিল ট্রেন। ঠিক সময়েই তারা চলে আসলেন সেতুর দক্ষিণ প্রান্তে। কয়েক সেকেন্ড দেরি হলে হয়ত বৃদ্ধাসহ তারাও কাটা পড়তেন ট্রেনের নিচে। উদ্ধারকারী দুই যুবকের পরিচয় পাওয়া না গেলেও এই ঘটনা এখন সিলেটের ফেঞ্চুগঞ্জের টক অব দ্যা টাউন হয়ে উঠেছে। দুই যুবকের অসীম সাহসিকতায় প্রাণ বাঁচলো বৃদ্ধার। রক্ষা পেলো মানবতা। আবারো প্রমানিত হলো মানুষের জন্য মানুষ সত্য তাহার উপর নাই।
.