‘সামনে নির্বাচন, জনগণের কাছে যেতে হবে’

Slider জাতীয়

37024_pm

 

ঢাকা; আওয়ামী লীগের ২০ তম জাতীয় কাউন্সিলের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। সকাল থেকে শুরু হয়েছে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রুদ্ধদ্বার এ অধিবেশনে অংশ নিচ্ছেন শুধুমাত্র কাউন্সিলররা। দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে দলের জন্য পরবর্তী তিন বছরের নেতৃত্ব নির্বাচন হবে। প্রথম অধিবেশনে অংশ নিয়ে সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলের কাউন্সিলরদের আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেছেন, সামনে নির্বাচন, জনগণের কাছে যেতে হবে। তাদের সামনে উন্নয়নের বিষয় তুলে ধরতে হবে। দলকে আবার ক্ষমতায় আনতে হবে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে সকাল ৯টা ৪০ মিনিটে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের কাজ শুরু করেন শেখ হাসিনা। ছয় হাজার ৫৭০ জন কাউন্সিল এ অধিবেশনে অংশ নিচ্ছেন।
শেখ হাসিনা বলেন, তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে। আর সেজন্য গত সাত বছরে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে। ব্যাপক প্রচার করতে হবে। জনগণকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।  বিগত সময়ে সরকারে থাকা বিএনপির কর্মকা-ের বিষয়ে সতর্ক করে আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা মানি লন্ডারিং করে, পুড়িয়ে মানুষ মারে, যুদ্ধাপরাধীদের মদত দেয়, তারা যেন ক্ষমতায় আসতে না পারে। আমি চাই, আমি বেঁচে থাকতে থাকতে নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করে যাব। এর জবাবে উপস্থিত কাউন্সিলররা না সূচক জবাব দেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ আমার পরিবার। আওয়ামী লীগ আমার আপনজন। আমার সন্তানদের এতো সময় দেই নাই আওয়ামী লীগকে যত সময় দিয়েছি। তিনি বলেন, এখানে তালি বাজালে হবে না। জনগণের কাছে যেতে হবে। পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। এদিকে দলের পরবর্তী নেতৃত্ব নিয়ে উৎসুক নেতাকর্মীরাও ভিড় করছেন সম্মেলনস্থলের বাইরে। সেখানে হাজারো নেতাকর্মী সকাল থেকে জড়ো হতে থাকেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত দলের ২০ তম সম্মেলন গতকাল সকালে সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল মঞ্চে উদ্বোধন করা হয়। এতে দেশী বিদেশী অতিথিরা অংশ নেন। আজ সমাপনী দিনে দলের সংশোধিত গঠনতন্ত্র ও সম্মেলনের ঘোষণাপত্র অনুমোদন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *