শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এ সম্মেলনে যোগ দেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এছাড়া অন্যদের মধ্যে সম্মেলনে যোগ দেন বিএনপির বহিস্কৃত নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।
যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত ছাড়া দেশের সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলকেই আওয়ামী লীগের এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ১৪ দলীয় জোটের এক সময়ের অন্যতম শরিক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী সম্মেলনে যাননি।
আওয়ামী লীগের এ সম্মেলনে ১৪ দলীয় জোটের বাইরে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপদেষ্টা পরিষদের সদস্য মনজুরুল আহসান খান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব যোগ দেন।
১৯৯৬ সালে গঠিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ঐক্যমতের সরকারের মন্ত্রী ছিলেন রব।
বিএনপির সঙ্গে বর্তমানে জোটে না থাকলেও বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব বি চৌধুরীর দল বিকল্পধারা রাজনীতির মাঠে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনায় মুখর রয়েছে।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রিসভার সদস্য ব্যারিস্টার নাজমুল হুদা বাংলাদেশ জাতীয় জোট নামে নতুন দল গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। সম্প্রতি ১৪ দলের একাধিক সভায়ও তারা যোগ দিচ্ছে।
১৪ দলীয় জোট নেতাদের মধ্যে সম্মেলনে যোগ দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের আরেক অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ন্যাপ নেতা এনামুল হক, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী প্রমুখ।