আ’ লীগের সম্মেলনে যাননি এরশাদ, আজ সুইজারল্যান্ডে  গেলেন রওশন

Slider টপ নিউজ

file-2

ঢাকা; আওয়ামী লীগের সম্মেলনে যাননি জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সম্মেলনে না গেলেও আওয়ামী লীগকে শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার সম্মেলন চলাকালে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রওশন।

সম্মেলনে এরশাদ এবং রওশন এরশাদ ছাড়াও জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে আমন্ত্রণ জানায় আওয়ামী লীগ।

বিএনপিবিহীন ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জাপা সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়।  আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভাতেও জাপার অংশীদারিত্ব রয়েছে।

এদিকে বিরোধীদলীয় নেতার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আওয়ামী লীগের সম্মেলনের সাফল্য কামনা করে দলটির নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন রওশন এরশাদ।

আইপিইউর সম্মেলনে যোগ দিতে শনিবার তিনি সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *