ঢাকা; আওয়ামী লীগের ২০তম সম্মেলনে বিশ্বের বিভিন্ন বন্ধুপ্রতিম ১১টি দেশের ৫৫ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি), বিরোধী দল জাতীয় কংগ্রেস, সিপিআই (এম), সিপিআই, তৃণমূল কংগ্রেস, রাশিয়ার ইউনাইটেড রাশিয়া, রিপাবলিকান পার্টি অব রাশিয়া, চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল।
এদের বেশ কয়েকজন ঢাকায় এসে পৌঁছেছেন বলে বৃহস্পতিবার জানান সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব ডা. দিপু মনি। তিনি জানান, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা বিনায়ক প্রভাকর, রাজ্যসভার সদস্য ও অভিনেত্রী রুপা গাঙ্গুলি, ভারতীয় কংগ্রেসের বর্তমান বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ, তার সঙ্গে আসবেন প্রদীপ ভট্টাচার্য, মৌসুম নূর, ভারতের বর্তমান প্রেসিডেন্ট প্রণব মুখার্জির ছেলে অভিজিত মুখার্জি, তৃণমূল কংগ্রেস থেকে আসছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের আবদুস সবুর দফাদার, ত্রিপুরা বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, চীন থেকে সে দেশের ইন্টারন্যাশনাল অব সিপিসি সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট জেং জিয়াংসহ আরো চার অতিথি সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া যুক্তরাজ্য, শ্রীলংকা, ইতালি, রাশিয়া, অস্ট্রিয়া, কানাডার রাজনৈতিক প্রতিনিধিরা সম্মেলনে আসবেন বলে জানান দিপু মনি।