জহির উদ্দিন বাবর, ঝালকাঠি প্রতিনিধি । “কবিতার কাছে অঙ্গীকার-কবিতাই হোক মুক্তির হাতিয়ার” এই শ্লোগান নিয়ে এগিয়ে চলা প্রত্যয়দীপ্ত আবৃত্তি সংগঠন “কণ্ঠশৈলী” এর উদ্যোগে সব্যসাচী কবি শামসুল হক এর মৃত্যুতে রাজাপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুক্রবার বিকাল ৪ টায় আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে ।
সংগঠনের সভাপতি শৈলেন চক্রবর্তী’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোঃ বাবর, সহ-সভাপতি কবি সাঈদ তপু, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক প্রানকৃষ্ণ বিশ্বাস, অধ্যাপক অনিল কৃষ্ণ সানা, অধ্যাপক শরীফ মোঃ সোহেল, অধ্যাপক রবিউল ইসলাম, অধ্যাপক আদম শফিউল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ-আল মামুন। আলোচনায় বক্তারা বলেন বাংলা সাহিত্যাকাশে সব্যসাচী লেখক হিসেবে জন্ম নেয়া তিন চার জনের মধ্যে তিনি একজন । কবিতা, নাটক, গান, সিনেমা, গীতিনাট্য, ছবি আঁকায় ছিলেন তিনি অনবদ্য । সাহিত্যের সকল শাখায় বিচরণকৃত এরকম একজন কবিকে হারানো বাংলা সাহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি যা পূরণ হবার নয় ।