সিলেট জেলা প্রতিনিধি :: সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় ৪০ বোতল ভারতীয় মদসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের বৈরাগী বাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বিয়ানী বাজার থানার এস.আই শেখর রঞ্জন পালের নেতৃত্বে একদল পুলিশ গোলাপ রবিদাসের বসত ঘরে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খসির গড়রবন্দ এলাকার নিতায়ী রবিদাসের পুত্র গোলাপ রবিদাস (৪২) ও পৌরসভার লাসাইতলা এলাকার মৃত নূর উদ্দিনের পুত্র জুবের আহমদ (৩৫)।
বিয়ানীবাজার থানার এস.আই শেখর রঞ্জন পাল জানান, ৪০ বোতল ভারতীয় মদসহ দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় এস.আই শেখর রঞ্জন পাল বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং ১৭/২০/১০/১৬।