গ্রাম বাংলা ডেস্ক: ভারতের বিহার রাজ্যে এবার গণধর্ষণের শিকার হলেন পাঁচ নারী। অস্ত্রের মুখে ওই নারীদের ধর্ষণ করে তিন দুষ্কৃতিকারী। পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
শুক্রবার পুলিশ জানায়, এ ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি একজনকে দ্রুত গ্রেফতারের দাবিতে শুক্রবার সকালে অবরোধ করেন সাধারণ জনতা।
পুলিশ সুপার রাজেশ কুমার জানান, রাজ্যের ভোজপুরের কুরমুরি গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার শিকার ওই পাঁচ নারী ময়লা কুড়ানী। তারা তারা দুমারি গ্রামের বাসিন্দা। কুড়ানো জিনিসপত্র বিক্রির জন্য তারা বুধবার বিকেলে কুরমুরি গিয়েছিলেন।
ঘটনার শিকার নারীরা পুলিশকে জানান, ‘রাত হয়ে যাওয়ায় তারা কুরমুরি থাকার সিদ্ধান্ত নেন। সেখানে ওই তিন দুস্কৃতিকারী তাদের অস্ত্রের মুখে ধর্ষণ করে। এবং হুমকি দেয়, কাউকে এ ঘটনার কথা বললে তাদের পরিণতি আরো খারাপ হবে।’
রাজেশ কুমার জানান, বৃহস্পতিবার ঘটনার শিকার এক নারী থানায় এসে অভিযোগ করেন। এ ঘটনার তদন্তের জন্য ডেপুটি সুপারিটেন্ডেন্ট কৃষ্ণা কুমার সিংহ তাকে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।