তামিম-মাহমুদুল্লাহ’র ব্যাটে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

Slider খেলা

file
স্পোর্টস ডেস্ক; প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৯৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর ব্যাটে গিয়ে নিজেদের শুরুটা মোটামুটি ভাল করে তারা। কিন্তু দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে হোঁচট খায় বাংলাদেশ। বিরতির ঠিক আগের ওভারে ইংলিশ স্পিনার মঈন আলী জোড়া আঘাত হানেন। ব্যক্তিগত প্রথম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে ফেরান ইমরুল কায়েস ও মুমিনুল হককে ফেরান মঈন। কায়েস ২১ ও মুমিনুল কোনো রান না করেই ফেরেন। দলী ২৯ রানের মাথায় দাঁড়িয়ে দুই উইকেট নাই হয়ে যায়। তবে তৃতীয় উইকেটে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ’র ব্যাটে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ। ৮২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন তারা। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১১ রান। তামিম ইকবাল ৫৩ ও মাহমুদুল্লাহ ৩৫ রানে অপরাজিত।
এর আগে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন ১৩.৫ ওভারের বেশি খেলতে পারেনি ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে সফরকারীরা প্রথম ইনিংসে অলআউট হয় ২৯৩ রানে। ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে আজকের দ্বিতীয় দিন শুরু করে ইংলিশরা। কিন্তু আজ বাকি তিন উইকেটে তারা ৩৫ রান যোগ করে অলআউট হলো। ক্রিস ওকস ৩৬ ও আদিল রশিদ ৫ রানে মাঠে নামেন। কিন্তু দ্বিতীয় দিনের প্রথম বলেই ওকসকে ফেরান স্পিনার তাইজুল ইসলাম। মুমিনুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ৩৬ রানে ফেরেন তিনি। এরপর ২৬ রানে আদিল রশিদকে ফেরান তাইজুল। আর প্রথম দিন পাঁচ উইকেট নেয়া মেহেদি হাসান মিরাজ আজকের শেষ উইকেটটি নেন। স্টুয়ার্ট ব্রডকে ১৩ রানে ফেরান তিনি। মেহেদি ৮০ রানে নেন ৬ উইকটে। এর আগে গতকাল প্রথমদিন মঈন আলী সর্বোচ্চ ৬৮ ও জনি বেয়ারস্টো করেন ৫২ রান। আর শুরুতে জো রুট করেন ৪০ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *