গাজীপুরে ভারত রাষ্ট্রপতির ছেলের কয়েক মিনিট

Slider টপ নিউজ সারাবিশ্ব

14708352_10208730456793548_6999288381300145711_n

 

 

গাজীপুর অফিস; আওয়ামীলীগের ২০তম কাউন্সিলে যোগদানের জন্য ভারতীয় কংগ্রেস প্রতিনিধি দল এখন বাংলাদেশে।  কাউন্সিল শুরু হওয়ার আগে প্রতিনিধি দলের নেতা  ভারতের  রাষ্ট্রপতি প্রণব মূখার্জির ছেলে  শ্রী অভিজিৎ মুখার্জি গাজীপুরে এসেছিলেন কয়েক মিনিটের জন্য।

আজ শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে তিনি হেলিকপ্টার যোগে গাজীপুর জেলা শহরের শহীদ বরকত ষ্টেডিয়ামে অবতরণ করেন। ১টা ১৪ মিনিটে তিনি চলে যান। হেলিকপ্টার থেকে তিনি একটু নেমেছিলেন। তারপর দ্রুতই উঠে বসেন ও হেলিকপ্টার উড়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, হেলিকপ্টারটি রাজবাড়ি মাঠে অবতরণ করার কথা ছিল। সেই লক্ষ্যে রাজবাড়ি মাঠ প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু রাজবাড়ি মাঠ সংলগ্ন ষ্টেডিয়ামে হেলিকপ্টারটি অবতরণ করে। অপ্রস্তুত ষ্টেডিয়ামে অনেক ধূলোবালির মধ্যে হেলিকপ্টার অবতরণ করার পর পাশের মাঠ থেকে অপেক্ষমান নেতা-কর্মীরা দৌঁড়ে ষ্টেডিয়ামে হেলিকপ্টারের দিকে আসতে থাকেন প্রিয় নেতাকে ফুল দেয়ার জন্য। কিন্তু হেলিকপ্টারের অবতরণ স্থল নিরাপত্তা বলয়ে না থাকায় রাষ্ট্রপতি পুত্র দ্রুত চলে যান। ফলে ফুল দেয়া হয়ে উঠেনি।

14702262_10208730442833199_3252267755645228140_n

 

 

এ সময়  কংগ্রেস প্রতিনিধি দলকে স্বাগত জানান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ওলামালীগের সভাপতি এড.  মাওলানা আবু বকর সিদ্দিক, গাজীপুর শহর আওয়ামীলীগের সভাপতি এড. ওয়াজ উদ্দিন মিয়া, মহানগর আওয়ামীলীগ নেতা আফসার উদ্দিন,  জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সহ আওয়ামীলীগ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ।

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মুখপাত্র নুরুল ইসলাম জানান,  নেতা(জাহাঙ্গীর আলম) কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে আছেন। তারা এক সাথে দুপুরের খাবার খাবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *