শাহরিয়ার সাদিক, সৈয়দপুর প্রতিনিধিঃ সৈয়দপুরে কিসমতউল্লাহ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলার বোতলগাড়ি ইউনিয়নে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ফাউন্ডেশন চত্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ত্ব করেন কিসমতউল্লাহ কল্যান ফাউন্ডেশনের শিশু বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ হোসেন। আলোচলা সভার শুরুতে ফাউন্ডেশনের লক্ষ,উদ্দেশ্য তুলে ধরেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন। পরে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি ডা. মো. আনিছুল হক। তিনি ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এই মেডিকেল ক্যাম্পে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।