শ্রীপুর অফিস; শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেলস্টেশনের উত্তর আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেল পথে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রাজেন্দ্রপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার তাজ উদ্দিন জানান, এটি ১২০ বগি বিশিষ্ট মিলিটারী স্পেশাল মালবাহী ট্রেনটি লাইন পরিবর্তনের সময় পেছন দিকের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
এতে ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুরগামী কমিউটার এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, ঢাকাগামী যমুনা এক্সপ্রেস, ফোরটি সেভেন আপ যাত্রাবিলম্ব ঘটে। জয়দেবপুর থেকে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা ট্রেন লাইন সচলের চেষ্টা করছেন।