অস্ত্র, মাদক ও নির্যাতনের অভিযোগে হোটেল ডিরেক্টরের বিরুদ্ধে মামলা, এমডি গ্রেফতার

Slider বাংলার মুখোমুখি

w21

 

সিলেট জেলা প্রতিনিধি :: সিলেট নগরীর ধোপাদিঘীরপারস্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। এর মধ্যে অস্ত্র আইনে একটি, মাদক আইনে একটি, এক বোর্ডার আটকে রেখে নির্যাতনের অভিযোগে আরেকটি মামলা হয়েছে। কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক এমডি আব্দুল হাকিমকে বুধবারই কোর্টে চালান দেয়া হয়েছে।
কতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, হোটেল মেট্রো ইন্টার ন্যাশনালে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাত ১০টার দিকে সেখানে যায়। সেখানে গিয়ে মনির আহমদ নামের এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মনির জানান, তিনি ওসমানীনগর থানায় হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এর এমডি আব্দুল হাকিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মঙ্গলবার তিনি বোর্ডার হিসেবে এসে হোটেলে উঠেন। এরপর মনিরকে সন্ত্রাসী বানিয়ে আব্দুল হাকিম ও তার সহযোগীরা তাকে বেধড়ক মারধর করে উল্টো অস্ত্র দিয়ে পুলিশের কাছে তুলে দিতে চায়। এদিকে, মনিরের কথা আমলে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ওসি জানান, হোটেলের সিসি ক্যামেরা দেখে নিশ্চিত হওয়া যায় মনির খালি হাতে হোটেলে উঠেন। এছাড়া, হোটেল কর্তৃপক্ষের কথাববার্তার সাথে সিসি ক্যামেরার কোন দৃশ্যের মিল পাওয়া যায়নি। এমনকি কিভাবে তাকে রুম থেকে বের করে আনবেন এবং কিভাবে তার উপর নির্যাতন চালানো হবে সকল বিষয় সিসি ক্যামেরা দেখে পরিষ্কার হয়ে উঠে যে ঘটনটি পূর্বপরিকল্পিত। ফলে পুলিশ মনিরকে ফাঁসানোর চেষ্টা ও মারধরের অভিযোগে আব্দুল হাকিমকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *