গ্রাম বাংলা ডেস্ক: গোলাম আযম অসুস্থ হয়ে পড়েছেন। তার পুত্র আব্দুল্লাহ-হিল আমান আযমী জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে আব্বাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নেয়া হয়েছে। তিনি কথা বলতে পারছেন না, হাত-পাও নাড়াতে পারছেন না। তবে তিনি ডাকে সাড়া দিচ্ছেন। জ্ঞান আছে। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে তাকে সিসিইউতে নেয়া হয়। সন্ধ্যার পর ডাক্তার দেখেছেন। ডাক্তারের পরবর্তী পরামর্শ না পাওয়া পর্যন্ত তাকে সিসিইউতে রাখা হবে। আজ বিভিন্ন বিভাগের ডাক্তারের সমন্বয়ে জরুরি মেডিকেল বোর্ড গঠন করা হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৫ই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গোলাম আযমকে ৯০ বছর কারাদন্ড দেয়। পরে বয়স ও অসুস্থতা বিবেচনায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়।