গাজীপুরে পল্লী বিদুৎ কর্মীদের লাগাতার কর্মসূচির হুমকি

Slider গ্রাম বাংলা

14807909_1697342863915825_1633011987_o

 

 

আলী আজগর পিরু, গাজীপুর অফিস: মানববন্ধন ও প্রতিবাদ সভা করে দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন মিটার রিডার ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগ।

আজ বুধবার সকাল ১১টায় ঢাকা-গাজীপুর সড়কের পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের  সামনে  ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। মানববন্ধনে উপস্থিত থেকে দাবি পূরণের আশ্বাস দেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি এড. আলামীন ভূইয়া ও ডিজিএম(টেকনিক্যাল) হারুনর রশিদ।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আয়োজন সংগঠনের নেতা হুমায়ুন কবির, সফিকুল ইসলাম ,আব্বাস  উদ্দিন, সোহান মিয়া, সাদেক মিয়া, আলমগীর প্রমূখ।

সভায় পাঁচ দফা দাবি উপস্থাপন করে বলা হয়, অবিলম্বে দাবি পূরন না হলে লাগাতার কর্মসূচি ঘোষনা করা হবে।

দাবি গুলো হল,  চুক্তি হতে মুক্তি চাই  নিয়মিত চাকুরী চাই, চাকুরী হতে ছাটাই বন্ধ করতে হবে, অভিজ্ঞতার আলোকে নিয়োগ প্র্রক্রিয়া চালু করতে হবে ও ৪ হাজার রিডিং ও ৫ হাজার বিল বিতরণ বন্ধ করে পূর্বের ন্যায় ২ হাজার রিডিং বিল বিতরণ পদ্ধতি  চালু করতে হবে এবং ছাঁটাইকৃতদের পুনঃনিয়োগ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *