গাজীপুরে রুজা ইলেকট্রিক ও গ্রামীণফোনের এসএমই সেবার চুক্তি সম্পন্ন

Slider তথ্যপ্রযুক্তি

14797410_1801573813435245_1380201509_n

 

 

গাজীপুর অফিস:  দেশের অন্যতম জনপ্রিয় লাক্সারি ব্র্যান্ডের এনার্জি সেভিং বাল্ব, এলইডি বাল্ব, সকেট-সূইচ, সিলিং ফ্যান ইত্যাদি ইলেকট্রিক পণ্যের উৎপাদক ও বিপননকারী প্রতিষ্ঠান গাজীপুরের রুজা ইলেকট্রিক কোম্পানী লিমিটেড দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের এসএমই সেবার আওতায় ১০০ কর্পোরেট সিম নিয়ে চুক্তিবদ্ধ হয় গ্রামীণফোনের গাজীপুর জেলার অথরাইজড এসএমই পার্টনার মা-মনি কমিউনিকেশনের সাথে।

এখন থেকে রুজা ইলেকট্রিক ভয়েজ কলসহ গ্রামীণফোনের টিম ট্রাকার, ভেহিকেল ট্রাকার, নিজস্ব ওয়েলকাম টিউন, এসএমএস ও ইন্টারনেট সহ যাবতীয় পন্য ও ভ্যালুএ্যাডেড সার্ভিস সমূহ ব্যবহার করবে।

সোমবার চুক্তি অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব এসএমই ঢাকা সার্কেলের নাসিমুল ইসলাম ও রুজা ইলেট্রিকের ম্যানেজিং ডিরেক্টর জাহিদ হাসান ঢালি, জেনারেল ম্যানেজার শফিকুর রহমান, সেলস কো-অর্ডিনেটর মাহফুজা এবং মা-মনি কমিউনিকেশনের মোহাম্মদ জাকারিয়া, এম.এ কবির ও জাহিদুর রহমান বকুল সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, গ্রামীণফোন ক্ষুদ্র ও মাঝারী ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানা, সেবামূলক প্রতিষ্ঠান ও কর্পোরেট প্রতিষ্ঠানকে সকল প্রকার সেবা ও পণ্য যেমন নতুন সংযোগ, স্ক্যাচ কার্ড, ফ্লেক্সিলোড, বিলপে, জিপি ব্র্যান্ড হ্যান্ডসেট ইত্যাদিসহ ভ্যালুএ্যাডেড সার্ভিসসহ সকল প্রকার সেবা দিচ্ছে গ্রামীণফোনের এসএমই পার্টনার প্রতিষ্ঠান মা-মনি কমিউনিকেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *