অতৃপ্তি –
—————-আবদুস শাহেদ শাহীন
ফুল ভাবে-পাখি হলে কতো ভালো হতো,
শাখে শাখে উড়াউড়ি হতো অবিরত।
গান গাওয়া যেতো ঐ মগডালে বসে
রাঙানো যেতো ঠোঁট কতো ফল-রসে।
পাখি ভাবে-ফুল যদি হতাম
ঐ শাখে সুবাস ছড়ানো যেতো ধরণীর বুকে।
প্রজাপতি উড়ে এসে পিয়ে যেতো মধু
খোঁপায় রাখতো গুঁজে কতো কূলবঁধু।
ভূবন ব্যাপিয়া হায় সব প্রাণে প্রাণে,
এমনই রোদন চলে অতৃপ্তি সনে।
নির্ধনে ধন চায়, ধনী চায় আরও অতৃপ্তি
সব প্রাণে সাথে হাহাকারও।
সকলেরই চাই বেশি চাহিদা অতুল
কেউ হতে চায় পাখি কেউ চায় ফুল।