গ্রাম বাংলা ডেস্ক: জেলার মাধবপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ ও এক কিশোরী নিহত ও অন্তত ৫০জন আহত হয়েছেন।
উপজেলার বেজুড়া গ্রামে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেজুড়া গ্রামের জামাল মিয়া (৮০) এবং খুর্শেদ মিয়ার মেয়ে রিনা বেগম (১৭)।
উভয় গ্রুপের আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বেজুড়া গ্রামের আরজু মিয়ার সঙ্গে উপজেলা যুবদল সভাপতি একই গ্রামের এনায়েত উল্লাহর লোকদের দ্বন্দ্ব রয়েছে।
এরই জের ধরে বৃহস্পতিবার দুপুর ১২টায় দুই গোষ্ঠির লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষ লাটিসোটা, ঢাল-বল্লম, টেটাসহ দেশী বিভিন্ন অস্ত্র ব্যবহার করে।
এতে ঘটনাস্থলেই রিনা ও জামাল মিয়া নিহত এবং উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। পরে খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ লাইন থেকে দাঙ্গা এবং মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।