ঢাকা; রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর (৫০) সহ ৫ জনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশিদ আলমের আদালতে এডভোকেট কুতুব উদ্দিন নামে এক ব্যক্তি এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন-মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব (৩৮), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খোরশেদ, নূর আলী রিয়েল এস্টেটের মো. মামুন হোসেন ও মোহম্মদপুর এলাকার মো. সোহেল (২৬)। মামলার অভিযোগে বলা হয়, গত ৯ অক্টোবর বাদীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন আসামিরা। দ-বিধির ১৪৩, ৪৪৮, ৩৮৬, ৫০৬ ও ৩৪ ধারায় তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন।